সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
করোনার প্রাদূর্ভাবে মধুর ব্যবসায় মন্দা বিপাকে মৌ-চাষীরা | চ্যানেল খুলনা

করোনার প্রাদূর্ভাবে মধুর ব্যবসায় মন্দা বিপাকে মৌ-চাষীরা

চারদিকে সরিষা হলুদ ক্ষেত মাঝখানে কিছু মৌ বক্স । শত শত মৌমাছি সরিষার ক্ষেতের ফুলে ফুলে বসে মুখরিত করে তোলেছে । ফুল থেকে মধু সংগ্রহ করে ফিরে আসছে মৌ-বক্সে । মৌমাছির গুনগুন শব্দে মুখরিত প্রকৃতি । এই অবারিত সরিষার ক্ষেত থেকে মধু সংগ্রহের দৃশ্য যে কেউ দেখলে তার মন ভালো হয়ে যাবে । সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়ের মাঠে মাঠে এখন শুধুই হলুদের সমারোহ । গায়ের মেঠো পথ বেয়ে কেউ হাটঁলে মানে হবে যেন হলুদের গ্রাম । রাঘবদাইড় ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মৌ-চাষী মো: ই¯্রাইল । নিজের ব্যক্তিগত উদ্যোগে ২০০২ সালে তিনি দড়ে তোলেন ভাই ভাই মৌ খামার ।
মৌ চাষী ইস্রাইল জানান,সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে তিনি কিছু মৌমাছি সংগ্রহ করে ৬৫টি বক্স নিয়ে মাঠে মাঠে মধু সংগ্রহের কাজ শুরু করেন । সরিষার মৌসুম,লিচুর মৌসুম ,কালি জিরার মৌসুমে তিনি মাগুরাসহ পাশ্ববতী জেলায় গিয়ে মধু সংগ্রহের কাজ করেন । সাধারণ বৈশাখ মাস থেকে কার্তিক মাস পর্যন্ত পর্যন্ত কোন মধু উত্তোলনের মৌসুম থাকে না । এ ৭ মাস বক্সে থাকা মৌমাছি গুলোকে চিনি খায়িয়ে বাচিঁয়ে রাখতে হয় । এ ৭ মাস মৌমাছির খাওয়া বাবদ আমার ১ লক্ষ ৬৯ হাজার টাকা খরচ হয় । চিনি পাশাপশি ২ হাজার কাগুজে লেচু তাদের খাওতে হয় । পাশাপাশি নিতে হয় বাড়তি যতেœর । তারপর মধু মৌসুম শুরু হলে তাদের মাঠে এনে মধু সংগ্রহের কাজ চলে ।
তিনি আরো জানান,বর্তমানে আমার ৮৫টি মৌমাছির বক্স রয়েছে । নিজের উদ্যোগে ১২ হাজার টাকা দিয়ে তৈরি করেছি মধু সংগ্রহের মেশিন । প্রথমে মৌ বক্স থেকে মধু এনে মেশিনের মাধ্যমে পরিশোধিত করা হয় । এ বছর আমার এ চাষে খরচ হয়েছে প্রায় দেড় লক্ষ টাকা । খরচ বাদে আশাকরছি ২ থেকে আড়াই লক্ষ টাকা আয় হবে । গত বছর ভালো মৌসুম থাকায় আমার অনেক লাভ হয়েছিল কিন্তু এবার করোনার প্রভাবে ব্যবসা মন্দ যাচ্ছে । সংগ্রহিত অনেক মধু আমার খামারে রয়ে গেছে । প্রতি বছর চট্রগ্রাম,ঢাকা,নারায়নগঞ্জ,শিবচর থেকে মধু ব্যাপারি এসে মধু সংগ্রহ করে নিয়ে যায় । এ বছর করোনার বেশি প্রকোপ থাকার কারণে মধু ব্যাপারিরা না আসায় আমার খরচ উঠছে না । প্রতিদিন আমার শ্রমিক বাবদ দেড় দুই হাজার টাকা খরচ হয় । কিন্তু মধু বিক্রি না হওয়াতে আমাদের মাথায় হাত । গত বছর ৩-৪ লক্ষ টাকার মধু বিক্রি হয়েছিল কিন্তু এবার ১ লক্ষ টাকার মধুও বিক্রি হচ্ছে না ।
কথা প্রসঙ্গে তিনি আরো জানান,আমি মধু সংগ্রহ করতে ফরিদপুর,শিবচর,পাবনা,দিনাজপুর ও সুন্দরবন এলাকায় কাজ করে থাকি । এবার আবহাওয়া ভালো থাকাতে নিজ এলাকায় মধু সংগ্রহের কাজ করছি । বর্তমানে আমার এখানে ৬-৭ জন শ্রমিক কাজ করে । তাদের মাসিক খরচ বাবদ ৬০ হাজার টাকা খরচ হয় । কিন্তু এবার করোনার প্রভাবে ব্যবসা না হওয়াতে আমিসহ এলাকার আরো ৭-৮ জন মৌ চাষীর অনেক ক্ষতি হচ্ছে ।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

মাগুরায় মহান বিজয় দিবসে বিএনপির বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা

মাগুরায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

খুলনা, মেহেরপুর ও মাগুরা জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা

মাগুরায় কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

মাগুরায় বিজয় দিবস ক্রীড়া উৎসবের উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।