করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির যে সকল নেতাকর্মী ইন্তেকাল করেছেন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ (৮ মে, শনিবার) তাদের পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার অনুষ্ঠান দুপুর ১২টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে করোনা ভাইরাসের কারনে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠান সফল করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন, খুলনা মহানগর সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, জেলা সভাপতি এড. শফিকুল আলম মনা, মহানগর সাধারন সম্পাদক ও সাবেক সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি ও জেলা সাধারন সম্পাদক আমির এজাজ খান।