কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষয় এবং কোভিট-১৯ পরিস্থিতিতে করুনীয় বিষয়ে পৌরসভার সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বেসরকারি উন্নয়ন সংস্থা ইনসিডিন বাংলাদেশ’র আয়োজনে কলারোয়া পৌরসভা অডিটোরিয়াম এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষয় এবং কোভিট-১৯ পরিস্থিতিতে পৌরসভার সদস্যদের করণীয় ও ভূমিকা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তারা-শিশু পাচার, পাচারের ধরন, শিশু পাচার পরিস্থিতি, পাচারের কৌশল, পাচারের উদ্দেশ্য ও এর ফলে কি ঘটে, বাল্য বিবাহ, শেষ পরিণতি, পাচার প্রতিরোধে সুপারিশ, শিশু সুরক্ষা, কোভিট-১৯ পরিস্থিতিতে করুনীয় ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। একই সাথে পৌরসভার সদস্যদের মাধ্যমে পাচারের কুফল ও প্রতিরোধে করণীয় নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলারোয়া পৌরসভা প্রেস ক্লাবের সভাপতি ডেইলি অবজারভার পত্রিকার প্রতিনিধি জুলফিকার আলী। প্রধান অতিথি ছিলেন- পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। ইনসিডিন বাংলাদেশের সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রোগ্রাম অফিসার সাকিবুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র শেখ জামিল হোসেন, পৌরসচিব তুষার কান্তি দাস, সিনিয়র সহকারী ইঞ্জিনিয়র ওজিহুর রহমান, কাউন্সিলর মেজবাহ উদ্দিন লিলু, রফিকুল ইসলাম, আকিমুদ্দীন আকি, ফারহানা হোসেন, লুতফুন নেছা লুতু, আলফাজ উদ্দিন, ইমাদ হোসেন, মফিজুল হক, ইনস্টিটিউটের সভাতি বিশিষ্ট ব্যবসায়ী শেখ শহিদুল ইসলাম, ফেরেন্ড স্পোর্টিং ক্লাবের সভাপতি, সাংবাদিক এসএম ফারুক হোসেন, শিশু শিক্ষার্থী মাহি আল হাসান, সামিয়া রহমান অনন্যা প্রমুখ।