সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
কলারোয়ায় সরকারী ত্রাণ চাহিদার তুলনায় অপ্রতুল বাড়ছে অসহায় মানুষের হাহাকার | চ্যানেল খুলনা

কলারোয়ায় সরকারী ত্রাণ চাহিদার তুলনায় অপ্রতুল বাড়ছে অসহায় মানুষের হাহাকার

আরিফুল হক চৌধুরীঃ সারাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে জনজীবন স্থবির হয়ে গেছে। সরকারের দেয়া অঘোষিত লকডাউন চলছে। হাতে কাজ নেই, ঘরে খাবার নেই। এ অবস্থায় কর্মহীন হয়ে পড়েছেন উপজেলার হাজার হাজার নিম্নআয়ের মানুষ। সরকার এসব কর্মহীন মানুষের জন্য খাদ্য সহায়তা প্রদান করছেন। কিন্তু কর্মহীন দরিদ্ররা এ সহায়তা অনেকে পাচ্ছেন না বলেও জানা গেছে। এছাড়াও যে পরিমাণ ত্রাণ বরাদ্দ পাওয়া গেছে সেটিও প্রয়োজনের তুলনায় অনেক কম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে জানা যায়, আপদকালীন প্রকল্পের মাধ্যমে ১২টি ইউনিয়নে চেয়ারম্যানদের চাহিদা দেওয়া হয় ২৬৯২৮ জন কর্মহীন লোকের। সেই হিসাবে মাথা পিছু ১০ কেজি করে চাল দেওয়া হলে চাল প্রয়োজন প্রায় ২৭০০ মেট্রিকটন। কিন্তু আজ পর্যন্ত বরাদ্দ পাওয়া গেছে ৬৭ মেট্রিকটন চাল ও ২ লক্ষ ৯০ হাজার টাকা। তবে কর্মহীন শ্রমজীবী মানুষের তুলনায় বরাদ্দ খুব অপ্রতুল। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ায় গত ২৬ মার্চ থেকে এ উপজেলার সকল প্রকার হাট-বাজার দোকানপাট সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ সর্বসাধারণকে অযথা বাহিরে ঘোরাঘুরি না করার নির্দেশনা দেয়া হয়েছে। ফলে করোনা সংক্রমণ রোধে সরকারের অঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়েন ভিক্ষুক, ভবঘুরে, ভ্যানচালক, গাড়িচালক, কল কারখানার শ্রমিক, নির্মাণ শ্রমিক, ইলেকট্রনিক্স শ্রমিক, পরিবহন শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা, কুলি, দিনমজুরসহ নিন্মআয়ের মানুষজন। এ উপজেলায় ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় ৩ লাখের বেশি মানুষের বসবাস। দিন এনে দিন খাওয়া লোকের হিসেব নেই। দেশের এই ক্রান্তিলগ্নে করোনাভাইরাস রোধ ও চলমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের দেয়া নির্দেশনা মানতে গিয়ে কর্মহীন হয়ে পড়েন এসব মানুষ। কিন্তু এখনও সকল ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হলেও সকল সুবিধা বঞ্চিত মানুষেরা সরকারী ত্রাণ পায়নি। সরেজমিনে, মঙ্গলবার উপজেলার কয়েকটি এলাকা ঘুরে এমন তথ্য জানা গেছে। ত্রাণের বিষয়ে দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান মফে জানান, আমার ইউনিয়নে ৪৭০০ জন কর্মহীন লোকের চাহিদা দেওয়া হয়েছে। সেই হিসাবে আমার ইউনিয়নে ৪৭ মেট্রিকটন চাল বরাদ্দ পাওয়ার কথা। তার বিপরীতে চাল বরাদ্দ পেয়েছি সাড়ে ৫ মেট্রিকটন । সেখান থেকে ৩ মেট্রিকটন চাল ও আমার ব্যক্তিগত উদ্দোগে আলু ও ডাল প্রদান করেছি। আর বাকী আড়াই মেট্রিকটন চাল আগামীকাল উত্তোলন করে বিতারন করা হবে। তিনি দু:খ করে বলেন আমার ইউনিয়নে কর্মহীন লোকের সংখ্যা বেশী, এত পরিমাণ বরাদ্দ কম দিলে দুই একদিনের মধ্যে বাড়ী ছেড়ে পালানো ছাড়া কোন পথ দেখতে পারছি না। রাস্তায় বের হলে অসহায় লোকের আর্তনাদ আর দেখতে পারছি না। এ ইউনিয়নে দিন এনে দিন খাওয়া লোকের সংখ্যাও অনেক। তবুও অনেক যাচাই-বাছাই করে প্রথম কোটার ত্রাণ বিতরণ করেছি। আবার প্রকৃত অসহায়দের তালিকা তৈরি করে বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দেয়ার চেষ্টা করছি। সরেজমিনে ঘুরে লক্ষ করা গেছে উপজেলার অন্য ইউনিয়নেরও ঠিক একই চিত্র ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান জানান, এখন পর্যন্ত আমরা ৬৭ মে.টন চাল ও ২ লাখ ৯০ হাজার টাকার বরাদ্দ পেয়েছি। এর মধ্যে ৪৯ মেট্রিকটন চাল ও ১ লক্ষ ৯০ হাজার টাকা ১২ টি ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে বিতরন করা হয়েছে। আর বাদ বাকী ১৮ মেট্রিকটন চাল ও ১ লক্ষ টাকা দুই একদিনের মধ্যে বিতরন করা হবে। কিছু দিনের মধ্যে আরও কিছু বরাদ্দ পাওয়া যাবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মোবাইল দোকান থেকে ৬৫টি স্মার্টফোন চুরি

তালায় কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তালায় র‌্যালি

জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারে সাতক্ষীরায় সংলাপ

তালায় উপসচিব পদে সকল কোটার অবসান দাবিতে মানববন্ধন

তালায় দুই লাখ টাকার আট দলীয় মেগা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।