মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে পিরোজপুরের কাউখালী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও প্রভাতফেরীর মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেছে কাউখালী উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ ও বিএনপি, জাতীয় পার্টি জেপি, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব এবং বিভিন্ন সংগঠন সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকালে প্রভাতফেরি শেষে কাউখালী কেন্দ্রীয় শহীদ মিনারে নামে হাজারো মানুষের ঢল। উপজেলা প্রশাসন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহরের প্রধান সড়কে প্রভাতফেরি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
মঙ্গলবার সকাল ১১টায় কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারন সম্পাদক মনিরুজ্জামান পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন,
কাউখালী থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কমল মুখার্জি প্রমূখ।
এছাড়াও উপজেলা প্রশাসন শিশুদের চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতার আয়োজন করে, প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । আলোচনা সভা ও পুরস্কার শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ খলিলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক লিটন কৃষ্ণ কর।