আন্তর্জাতিক ডেস্কঃআফগানিস্তানের রাজধানী কাবুলে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আমরুল্লাহ সালেহর দফতর লক্ষ্য করে শক্তিশালী বোমা হামলা চালানো হয়েছে।রোববার চালানো এ হামলায় অন্তত ২০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর ডন উর্দূর।আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুসরাত রাহিমী জানিয়েছেন, কাবুলের গ্রিন ট্রেন্ড দলের দফতরে চালানো এ হামলায় আরও ৫০ জন আহত হয়েছেন। বোমা হামলার পাশাপাশি গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে।
আফগানিস্তানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরুর প্রথম দিনে হামলাটি চালানো হয়। প্রেসিডেন্ট আশরাফ গনীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আমরুল্লাহ সালেহ এ হামলায় সামান্য আঘাত পেয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র জানান, আত্মঘাতী এক হামলাকারী অফিসটির কাছে গাড়ি ভর্তি বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়। এরপর বেশ কয়েকজন অফিসটির ভেতরে ঢুকে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হওয়ার আগে প্রায় ছয় ঘণ্টা ধরে সেখানে তাণ্ডব চালায়।নিরাপত্তা বাহিনী ভবনটি থেকে প্রায় ১৫০ জন বেসামরিককে উদ্ধার করেছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।আগামী সেপ্টেম্বরে আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।