সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
কামাল ছিলেন জাতীয়তাবাদী আদর্শের একজন পরীক্ষিত সাহসী সৈনিক : এড. মনা | চ্যানেল খুলনা

৩য় মৃত্যু বার্ষিকীর স্মরণ সভায় এড. মনা

কামাল ছিলেন জাতীয়তাবাদী আদর্শের একজন পরীক্ষিত সাহসী সৈনিক : এড. মনা

খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, পতিত স্বৈরচার সরকারের সাজানো পাতানো ৭২টি মামলায় অমানুষিক নির্যাতনে শিকার হয়েছিলো প্রয়াত ছাত্রনেতা এস এম কামাল হোসেন। কামাল ছিলেন জাতীয়তাবাদী আদর্শের একজন পরীক্ষিত সাহসী সৈনিক। দল ও দেশের সংকটময় মুহূর্তে সত্যিকার নেতার ভূমিকা পালন করেছেন। তার চলে যাওয়া দলের জন্য বিরাট শূন্যতা তৈরি করেছে।

বৃহস্পতিবার (৩অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মহানগর বিএনপি কার্যালয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেন এর ৩য় মৃত্যু বার্ষিকীতে খুলনা মহানগর ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের আয়োজনে দোয়া মাহফিল পুর্ব স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রয়াত ছাত্রদল কেন্দ্রীয় সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক গনতান্ত্রিক আন্দোলনের সাহসী ও প্রতিবাদী নেতৃত্ব, বার বার কারা নির্যাতিত ছাত্রনেতা মরহুম এস এম কামাল হোসেন এর আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, শুধু কামাল একা নন, ৫ আগস্টের আগে যারা গণতন্ত্রের কথা বলছে, তাদের ওপরও নির্মম অত্যাচার নির্যাতন করা হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব বলেছেন, প্রয়াত ছাত্রনেতা কামালের শূন্যতা কখনোই পুরন হবার নয়। কামালের রাজনৈতিক কর্মী ও সহযোদ্ধারা কামালকে হারিয়ে ভীষণ ভাবে ভেঙে পড়েছে। বেদনাহত বিএনপি পরিবারের সদস্যরা কামালের মতো রাজনৈতিক নেতার নেতৃত্বেই দলগঠন ও গণতান্ত্রিক আন্দোলন সফল করতে চেয়েছিলেন। তাকে হারিয়ে আমরা একটা শূন্যতায় ভুগছি। তাকে হারানোর বেদনাকে শক্তিতে পরিণত করে আমরা আগামীর গণতান্ত্রিক আন্দোলনে বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।

খুলনা মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব মোঃ তাজিম বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক স ম আব্দুর রহমান, বেগম রেহেনা ঈসা, কাজী মাহমুদ আলী,শের আলম সান্টু, বদরুল আনাম খান,মাহাবুব হাসান পিয়ারু, শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল,মাসুদ পারভেজ বাবু। সদর থানা বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবির, সদস্য সচিব মোল্যা ফরিদ আহমেদ, খালিশপুর থানা বিএনপির আহবায়ক শেখ জাহিদুল ইসলাম, সদস্য সচিব হাবিবুর রহমান বিশ্বাস, ৩১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফসার মাষ্টার, ২৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, ৩১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিন আহম্মেদ, জাহিদ হাসান, যুবদল,স্বেচ্ছাসেবক দল ও সাবেক ছাত্রদল নেতা মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, মুজাহিদুল ইসলাম টনি, আহসান আল বাকের, খান রাকিব, গাজী মোমশেদুল ইসলাম সজীব, ওবায়দুর শরীফ চয়ন, রেজাউল ইসলাম রেজা, মিজানুর রহমান মিজান, শাহীন আলম, ফিরোজ আহমেদ, জুবায়ের হোসেন পপিন, নাবিদ মুন্সী, সৈয়দ তানভীর, ফারুক হোসেন, ইমরান, মহানগর ছাত্রদল-হাসান মাহামুদ, সৈয়দ ইমরান, হেদায়েতুল্লাহ দীপু, রিয়াজুল খান মুরাদ, আলী আকবর, তরিকুল ইসলাম নকিব, এস এম ইউসুফ, আব্দুল আহাদ শাহীন, শাকিল আহমেদ, কাজী সালমান মেহেদী, ইসমাইল হোসেন, হানিফ আকাশ, ইসরাইল হোসেন জিসান, শেখ সামসাদ হোসেন আবীদ, ইমরান মল্লিক, আল আমিন হোসেন, আরিফুল ইসলাম, হাসিবুর রহমান শোভন, পারভেজ শিকদার, নাসিমুল ইসলাম রিদয়, মনিরুজ্জামান আবিদ, রাকিবুল ইসলাম সাজিদ, হাফেজ মোহাম্মদ রুম্মান, তরিকুল ইসলাম নাহিদ, ইয়াসিন মল্লিক, হাইসাম, তাজভীর খান শান্ত, ইয়াসিন মোল্লা, সাব্বির, সাগর ফকির, ফাহাদ হোসেন হৃদয়, সবুজ, আল মামুন, সাকিল, হিমেল, রাফিদ আল হাসান, রকিব, তামিম হাসান, সোহান, মিরাজ প্রমুখ।

আলোচনা শেষে ছাত্রনেতা এস এম কামালের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে টুটপাড়া কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করে নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

সাবেক ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে জখম

পাশাপাশি বিএনপির সভা ও সাবেক সংসদের সংবর্ধনা, সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা

জিয়াকে স্বাধীনতার ঘোষক স্বীকৃতি দেওয়া হয়নি কেন, প্রশ্ন জামায়াত আমিরের

অসহায় মানুষের উন্নয়নে কাজ করছে জামায়াত: গোলাম পরওয়ার

ছাত্রলীগের সাবেক নেত্রী নদীসহ চার জন রিমান্ডে

তারেক রহমানের ছবি ব্যাবহার করে কুপন বিক্রি করায় ফুলতলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে শোকজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।