সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
কারা হত্যা করলো শিশু ছোঁয়াকে? | চ্যানেল খুলনা

কারা হত্যা করলো শিশু ছোঁয়াকে?

আমার কারো সঙ্গে শত্রুতা নেই। সবাই আমার মেয়ে ছোঁয়াকে অনেক ভালোবাসতো।

তবুও কে বা কারা আমার মেয়েকে এমন নির্মমভাবে হত্যা করলো, তা বুঝে উঠতে পারছি না।
খুলনায় নিখোঁজের ছয়দিন পর মরদেহ পাওয়া যাওয়া ৮ বছরের শিশু অঙ্কিতা দে ছোঁয়ার বাবা সুশান্ত দে বিলাপ করে এসব কথা বলেন।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে মহানগরীর দৌলতপুর পাবলার বণিকপাড়ার বাসিন্দা সুশান্ত দে বাংলানিউজকে বলেন, গত ২২ জানুয়ারি দুপুর ১২টার দিকে দৌলতপুর থানার পাবলা বণিকপাড়ার মৌচাক টাওয়ারের সামনে থেকে ছোয়া হারিয়ে যায়। আমার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়েকে অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান মেলেনি। বৃহস্পতিবার (২৮ জানুয়ার) দৌলতপুর পাবলা বণিকপাড়ার কালী মন্দিরের পাশে বীণাপানি ভবনের নিচতলা থেকে দুর্গন্ধ পান স্থানীয়রা। পুলিশকে খবর দিলে তারা এসে বাথরুমের মধ্যে থেকে ছোঁয়ার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। আমার মেয়ের হাত বাঁধা ছিলো। তার গলায় দাগ ছিলো। তাকে হত্যা করা হয়েছে। আমি দৌলতপুর বাজারের বৈদ্যুতিক সামগ্রী দোকানের কর্মচারী। সকালে কাজে বের হয়ে যাই আর রাতে ফিরি।

কারা হত্যা করতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কোনো শত্রু ছিলো না। আমার অবুঝ মেয়েকে কে বা কারা হত্যা করেছে তা আমি বুঝতে পারছি না। মেয়ের মরদেহ যেখানে যাওয়া গেছে আমার বাসা থেকে তা একশত গজ দূরে। আমার দুই মেয়ে। বড় মেয়ে নবম শ্রেণিতে পড়ে। ও খুব শান্ত সবসময় ঘরে থাকে। ছোঁয়া খুব চঞ্চল ও খেলা প্রিয় ছিলো। সারাদিন ছোটাছুটি করতো। মেয়ের হত্যার বিচার চাই।

ছোঁয়ার বাবা বলেন, মেয়ের মরদেহ পাওয়ার পর বীণাপানি ভবনের মালিক প্রভাত রুদ্র ও যেখানে মরদেহ পাওয়া যায় তার পাশের পার্লারের মালিক মুক্তিসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

ছোঁয়ার মামী শান্তনা সাধু জানান, মেয়ে হারিয়ে ছোঁয়ার মা শিমুল দে ও বোন অন্তরা দের আহাজারি কোনো কিছুতেই থামছে না। কোনো শান্তনাই তাদের দিতে পারছে না স্বজনরা।

এলাকাবাসী জানান, গত ২২ জানুয়ারি দুপুরে ছোঁয়া বাড়ি হতে বের হয়ে পাশের স্থানীয় গোলামের মাঠে খেলতে যায়। গোলামের মাঠের সিসি ক্যামেরা ফুটেজেও তা দেখা গেছে। তবে সেখানে ছোঁয়া কিছু সময় অবস্থান করে। সেখানে থেকে সে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেনি। তবে এলাকাবাসী ধারণা করছেন, ছোঁয়া ধর্ষণের শিকার হতে পারে। যে কারণে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বাংলানিউজকে বলেন, শুক্রবার ছোঁয়া নিখোঁজ হয়েছিল। তাৎক্ষণিকভাবে জিডি করেছিলেন ছোঁয়ার বাবা সুশান্ত দে। বৃহস্পতিবার ছোঁয়ার মরদেহ পাওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য বীণাপানি ভবনের মালিক, এক পার্লারের মালিকসহ আশপাশের ৬জনকে আটক করা হয়েছে। আশা করছি, দ্রুতই ছোঁয়া হত্যার রহস্য উন্মোচিত হবে।

ওসি বলেন, ছোঁয়ার মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত ধর্ষণ ঘটনা ঘটেছে কিনা বলা যাবে না।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি খুলনা বিএনপির শ্রদ্ধা নিবেদন

কয়রায় যৌথ অভিযানে ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার

রক্তাক্ত কুয়েট শিরোনামে ফুটে উঠেছে হামলাকারি এবং আহতদের ছবি

একুশের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে

ডুমুরিয়ায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালন

রাজস্ব বৃদ্ধি ও ভোগান্তি লাঘবে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে : এনবিআর চেয়ারম্যান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।