নড়াইলের কালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আছিফুর রহমান এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালিয়ার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটা বিরোধী অভিযান চালান পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
এ সময় কালিয়া পৌর এলাকার রহিম, তারেক ও হাফিজুর ইটভাটা, বড়নাল এসএম ব্রিকস, পাটনার চৌধরী ব্রিকস এবং খায়রুল ইসলামের ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়।
এ সময় নড়াইল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল মালেকসহ পরিবেশ অধিদপ্তের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ফায়ার সার্ভিস, পুলিশ ও আনসার সদস্যরা।
নড়াইল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী মো. আব্দুল মালেক বলেন,কালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে কালিয়াসহ নড়াইলের বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটাতে অভিযান অব্যাহত থাকবে।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আছিফুর রহমান বলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় কালিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৬ টি ড্রাম চিমনির ভাটায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলে।