সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
কালো বলায় বন্ধুর নাক ফাটান ওবামা | চ্যানেল খুলনা

কালো বলায় বন্ধুর নাক ফাটান ওবামা

তর্কের সময় স্কুলের এক বন্ধু বর্ণবাদী গালি ও বাজে মন্তব্য করেছিলেন। তা মানতে পারেননি। সঙ্গে সঙ্গে তিনি এর প্রতিবাদ জানান। সোজা ঘুষি মারেন বন্ধুর মুখে। নাক ফেটে যায় বন্ধুর। শৈশবে বর্ণবাদের শিকার হওয়ার এমন স্মৃতিচারণ করা ব্যক্তিটি হলেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা।

মার্কিন দৈনিক দ্য হিলের বুধবারের এক অনলাইন প্রতিবেদন অনুযায়ী গত সোমবার স্পটিফাইয়ে প্রকাশিত গায়ক ব্রুস স্প্রিংস্টেনের সঞ্চালনায় ‘রেনেগেডস’ নামক অনুষ্ঠানে নিজের এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট।

‘বর্ন ইন দ্য ইউএসএ’ শীর্ষক গানের জন্য জনপ্রিয় এই গায়কের সঙ্গে বর্ণবাদ নিয়ে দীর্ঘ আলাপচারিতায় ওবামা বলেন, ‘শুনুন, যখন আমি স্কুলে ছিলাম তখন আমার এক বন্ধু ছিল। আমরা একসঙ্গে ব্যাডমিন্টন খেলতাম। একপর্যায়ে আমাদের মধ্যে লড়াই শুরু হয় এবং সে আমাকে গালি (বর্ণবাদী একটি গালি) দিয়ে বসে।’

বারাক ওবামা ওই ঘটনার বর্ণনা দিয়ে গিয়ে হাসতে হাসতে আরও বলেন, ‘আমি যতদূর মনে করতে পারি, আমি ওমন গালি শোনার পর তার মুখে ঘুষি মেরেছিলাম এবং তার নাক ভচকে যায়। তখন আমরা দুজনে ছিলাম একটি লকার রুমে।’

ওবামা স্মৃতিচারণ করে বলেন, ‘আমি তাকে বিষয়টি সম্পর্কে বোঝাই এবং তাকে বলি আর কখনোই তুমি আমাকে এমন কিছু বলে ডাকবে না।’ হিল বলছে, দুইবারের মার্কিন প্রেসিডেন্ট প্রথমবার জনসম্মুখে তার সঙ্গে হওয়ার শৈশবের এই ঘটনার কথা জানালেন।’

ওবামা ওই অনুষ্ঠানের উপস্থাপককে বলেন, ‘আমি হয়তো গরীব। আমি হয়তো অবহেলিত। আমি হয়তো সস্তা। আমি হয়তো অদ্ভূত। আমি হয়তো আমাকেই পছন্দ করি না। কিন্তু আপনি জানেন না আমি কি নই। আমি আর আপনি তো নই।’

সব প্রতিবন্ধকতা জয় করে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা বরাবরই বর্ণবাদের মতো বিষয়ে সোচ্চার। আমেরিকার সমাজে বর্ণবাদ নিয়ে প্রেসিডেন্ট থাকাকালীন এবং মেয়াদ শেষ হওয়ার পরেও বর্ণবাদ নিয়ে আলোচনা-সমালোচনা করে যাচ্ছেন তিনি।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

মিশরে খোঁজ মিলল আরেক ফেরাউন রাজার সমাধি, ভেতরে যা ছিল

কোন কোন দেশে সুগার ড্যাডির সংখ্যা বেশি?

ইলন মাস্কের সন্তানদের রবীন্দ্রনাথের বই উপহার দিলেন মোদি

নিজের ধর্ষণের বর্ণনা শুনিয়ে মার্কিন হাউসকে হতবাক করলেন ন্যান্সি

পাঁচ দফায় মুক্ত ৫৫০ ফিলিস্তিনি ও ১৮ ইসরাইলি জিম্মি

বাইডেনের নিরাপত্তা প্রত্যাহার করলেন ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।