আন্তর্জাতিক ডেস্কঃভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা করতে পাকিস্তান সফরে যাচ্ছেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। এ সময় তারা আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করবেন।ইরানভিত্তিক সংবাদমাধ্যম ‘পার্সটুডে’ এক প্রতিবেদনে জানিয়েছে, আজ বুধবার এক দিনের এ সফরে তারা পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন। এ সময় কাশ্মীর ইস্যু গুরুত্ব সহকারে আলোচনা করা হবে।
এর আগে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিশেষ কাশ্মীর সেলের উদ্বোধনী বৈঠকে যোগ দেয়ার আগে সংসদ ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি। সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ানের আজকের সফর প্রসঙ্গে কোরেশি বলেন, ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির এই দুই প্রধান দেশের প্রতিনিধিরা বুধবার ইসলামাবাদে আসছেন।
শাহ মেহমুদ কোরেশি বলেন, এই দুটি দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সামনে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি ও কাশ্মীরে ভারতের সর্বশেষ কর্মকাণ্ড তুলে ধরা হবে। এখনো কাশ্মীরে কারফিউ অব্যাহত রয়েছে। গত কয়েকদিনে এই দুটি দেশের ক্রাউন প্রিন্সদের সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তারই ফল হিসেবে তাদের পররাষ্ট্রমন্ত্রীরা পাকিস্তান সফরে আসছেন।