খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সংলগ্ন ফুলবাড়ীগেট, খানাবাড়ী, তেলিগাতী, মহেশ^রপাশা, যোগীপোলসহ পার্শবর্তী যেসমস্ত এলাকায় কুয়েটের শিক্ষার্থীরা বসবাস করে সেই সমস্ত বাড়ির মালিক এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী, আড়ংঘাটা ও দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। ২৭ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রাশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন, নিরাপত্তা কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দকার মহাবুব হাসান, বিভিন্ন হলের প্রভোস্ট ও বিভিন্ন দপ্তরে কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।