খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দিনব্যাপী ‘শুদ্ধাচার কর্মকৌশল বাস্তবায়ন’ এবং ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’ এর আওতায় সিটিজেন চার্টার, তথ্য অধিকার ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জুন )সকাল সাড়ে ৯টায় বিশ^বিদ্যালয়ের সভাকক্ষে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির পাবলিক বিশ^বিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মোঃ গোলাম দস্তগীর ও ইন্টারন্যাশনাল কো-অপারেশন ও কোলাবরেশন বিভাগের সিনিয়র সহকারী সচিব মোঃ মামুন এবং কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার। কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের আইকিউএসি’র ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. নরোত্তম কুমার রায়। কর্মশালায় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।