খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে ০৩ এপ্রিল সোমবার বিশ^বিদ্যালয়ের গেস্ট হাউজ কাম ক্লাব ভবনের মাল্টিপারপাস কক্ষে পবিত্র মাহে রমজানের ফজিলত গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী হুসাইন মোহাম্মদ এরশাদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান।
এর আগে বেলা সাড়ে ৩টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে অফিসার্স এসোসিয়েশন ২০২৩ এর দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অফিসার্স এসোসিয়েশনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।