সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
কুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরীসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন ভিসি মিহির রঞ্জন হালদার | চ্যানেল খুলনা

কুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরীসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন ভিসি মিহির রঞ্জন হালদার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর কেন্দ্রীয় লাইব্রেরীসহ বিভিন্ন দপ্তর আকস্মিক পরিদর্শন করেছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। ১০ মে বুধবার সকাল সাড়ে ১১টায় নিউ একাডেমিক কমপ্লেক্সে কেন্দ্রীয় লাইব্রেরীসহ বিভিন্ন দপ্তর পরিদর্শনকালীন সময়ে তিনি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে প্রশাসনিক, শিক্ষা ও তাদের বিভিন্ন অভাব-অভিযোগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। ভাইস-চ্যান্সেলর মহোদয়ের আকস্মিক পরিদর্শনে লাইব্রেরীতে পঠরত শিক্ষার্থীসহ বিশ^বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সকলেই এধরণের কার্যক্রম অব্যহত রাখার অনুরোধ জানান।
লাইব্রেরীতে পড়াশুনা করতে আসা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী তাহনিমা হাবিব বলেন, “লাইব্রেরী খুবই শান্তির জায়গা, খুব সহজেই প্রয়োজনীয় বই কিংবা রেফারেন্স যেমন পাওয়া যায়, তেমনী গ্রুপ স্টাডির জন্যও বেশ ভালো পরিবেশ”। একই কথা বলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ওয়াহিদ মাহমুদ ও তাসলিমা আক্তার। সঙ্গে যোগ করেন, “রিডিং সেকশনের জায়গা আরো বেশী হলে ভালো হতো”।
আকস্মিক পরিদর্শন বিষয়ে কুয়েট ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বলেন, “লাইব্রেরীতে এসে যখন দেখলাম প্রায় একশত শিক্ষার্থী একনিষ্ঠভাবে তাদের অধ্যয়ন চালিয়ে যাচ্ছে, আমরা বেশ কয়েকজন মানুষ এলাম সেদিকে তাদের নরজ নেই, পড়ালেখায় তাদের একাগ্রতায় আমি মুগ্ধ। বিষয়টিতে আমি নিশ্চিত তাদের সামনে সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে”। তিনি আরো বলেন, “শিক্ষার্থীদের লেখাপড়া, বিভিন্ন সংকট এবং সার্বিক অবস্থা দেখতে এবং শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সাথে কথা বলতে পরিদর্শনে এসেছি। একই স্থানে সবার সাথে কথা বলতে পারছি”।
এসময় আরো উপস্থিত ছিলেন আইকিউএসি এর পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. নরোত্তম কুমার রায়, লাইব্রেরীয়ান (চলতি দায়িত্ব) মোঃ মাহবুবুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রী, সহকারী রেজিস্ট্রার মোঃ মনিরুজ্জামান, সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার, পিএস টু ভিসি শেখ ফিরোজ আহমেদ প্রমুখ।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

আগামীকাল খুলনা বিশ্ববিদ্যালয় দিবস শিক্ষা কার্যক্রমের ৩৪ বছর পূর্তি

ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল: চূড়ান্ত পর্বের টিকিট পেল খুলনা বিশ্ববিদ্যালয়

খুবিকে ইমপ্যাক্টফুল বিশ্ববিদ্যালয় হিসেবে, গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা

খুবিতে উচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশন বিষয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালায় বিএসি চেয়ারম্যান

গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফিরতে চায় খুলনা বিশ্ববিদ্যালয়

মাদক ও র‌্যাগিংকে না বলে শপথ নিলো খুবির নবাগত সহস্রাধিক শিক্ষার্থী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।