বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) চলমান সার্ভিল্যান্স অভিযানের আওতায় খুলনা বিএসটিআই’র পরিচালক ইঞ্জি: মো: সেলিম রেজাার নির্দেশনায় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা করে।
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ইয়েস ফুড এন্ড বেভারেজ কোম্পানি লিমিটেড, জয়পুর বাজারের মাস্টার বেকারি, মহিষাকুন্ডির নাহিদ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি ও নুর বেকারী, ভাগযোতের হাবিব বেকারি, জয়পুরের বিসমিল্লাহ বেকারি, প্রাগপুরের পটল বেকারি ও বিশ্বাস বেকারী, ডাংমড়কা বাজারের নিউ অলিন বেকারি, হোসেনাবাদের ইয়াছমিন ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি ও নাহার ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি এবং পান বাজারের আল আমিন বেকারিকে ৭ দিনের মধ্যে সিএম লাইসেন্স গ্রহণের আবেদন করার জন্য নির্দেশ দেয় বিএসটিআই। অন্যথায় বিধি মোতাবেক এসকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুর বৈরাগীর চরের মেসার্স মান্নান রাইচ মিলের সরিষার তেল পণ্যের নমুনা সিল করেছেন বিএসটিআই সার্ভিল্যান্স অভিযান পরিচালকরা।
উক্ত সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেন ফিল্ড অফিসার মো: আব্দুল মান্নান।