খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ “How to Write Project/Thesis Proposal According to KUET Format” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) এর আয়োজনে অনলাইনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইন্স্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ, রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কে, এম, আজহারুল হাসান এবং সভাপতিত্ব করেন আইআইসিটি এর পরিচালক প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি এবং ইইই অনুষদের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।