খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ “ÒSmart Village and Smart City: Perspective Digital Bangladesh” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে শনিবার সকাল সাড়ে ৯টায় বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে অনলাইনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. কে, এম, আজহারুল হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মোঃ গোলাম কাদের, ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ড. মোঃ কায়কোবাদ, ইউকে এর আলস্টার ইউনিভার্সিটির ড. নাজমুল সিদ্দীক এবং বিশেষজ্ঞ বক্তা হিসেবে বক্তৃতা করেন অভিনয় শিল্পী চঞ্চল চেধুরী। কর্মশালায় মডারেটর হিসেবে ছিলেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল। কর্মশালায় বিশ^বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীগণ সংযুক্ত ছিলেন।