খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ডিবেটিং সোসাইটি’র (কেডিএস) আয়োজনে “আন্তঃ বিশ্ববিদ্যালয় বির্তক উৎসব ২০২২” এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন রাতে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বির্তক অনুষ্ঠানের ফাইনাল অনুষ্ঠিত হয়। এই বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মোঃ গোলাম কাদের,কেডিএস এর মডারেটর ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ হেলাল-আন-নাহিয়ান , মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ আব্দুল হাসিব,সহকারী পরিচালক (ছাত্র কল্যাণ) পলাশ চন্দ্র দাস। দুই দিনব্যাপী সংসদীয় মডেলের বিতর্কে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৩২টি দলের শতাধিক বিতার্কিক অংশগ্রহণ করে। টুর্নামেন্টের ফাইনাল বিতর্কে ডিইউআইবিএ এবং বিইউপি বিশ্ববিদ্যালয় পরস্পরের মুখোমুখি হয়। বিতর্ক শেষে ডিইউআইবিএ চ্যাম্পিয়ন এবং বিইউপি রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।