খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ১৯৭১ সালের ২৫ মার্চ এর গণহত্যা দিবস স্মরণে ক্যাম্পাসে আলোর মিছিল বের করা হয়। ২৫ মার্চ শুক্রবার সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে স্টুডেন্ট ওয়েলফেয়ার সামনে থেকে আলোর মিছিল বের করা হয়। মিছিলের নেতৃত্বে দেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। মিছিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহন করেন। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে ক্যাম্পাসস্থ ‘দুর্বার বাংলা’ পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দিবসটির সাথে সঙ্গতি রেখে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী করা হয়।