খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে তিন দিনব্যাপী ই-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। ১৩ মার্চ রবিবার প্রশাসনিক ভবনের সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মাননীয় সদস্য প্রফেসর ড. বিশ^জিৎ চন্দ এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ জাহেদুল ইসলাম এর সঞ্চালনায় রিসোর্র্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি’র আইএমসিটি বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, উপ-পরিচালক মোহাম্মদ মনির উল্লাহ ও প্রোগ্রামার দিজেন্দ্র চন্দ্র দাস। কুয়েটের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য আয়োজিত তিন দিনব্যাপী ই-নথি বিষয়ক প্রশিক্ষণে ভার্চুয়াল অফিস ম্যানেজমেন্ট, প্রোফাইল ব্যবস্থাপনা, ডাক আপলোড প্রক্রিয়া, ডাক ব্যবস্থাপনা, ডাক নথিতে উপস্থাপন পদ্ধতি, নথি ও পত্রজারি, নথি ব্যবস্থাপনা এবং নথি মোবাইল অ্যাপ এর ব্যবহার ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।