অনলাইন ডেস্কঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পবিত্র ঈদ-উল-ফিতর এর জামাত সকাল ৮.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রঙ্গণে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে একই সময়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। ঈদের জামাতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, এলাকাবাসী উপস্থিত থাকবেন।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেরর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন ।
উল্লেখ্য, আগামী ১০ জুন পর্যন্ত জুমাতুল বিদা, শব-ই-কদর ও পবিত্র ঈদ- উল-ফিতর উপলক্ষ্যে বিশ^বিদ্যালয়ের ক্লাশ, পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ১১ জুন, ২০১৯ মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস, ক্লাস ও পরীক্ষাসমূহ নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হবে।-খবর বিজ্ঞপ্তি