খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট (কেপিআই) তে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এর পক্ষ থেকে খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন এর সৌজন্যে অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই উপহার দেওয়া হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) কেপিআই প্রাঙ্গণে ছাত্রদের মাঝে এই পাঠ্যবই উপহার দেওয়া হয়। বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ কেপিআই এর সভাপতি আশিকুর রহমান হৃদয় ও সাধারণ সম্পাদক আরিফ মাহমুদ নবাবের সার্বিক তত্তাবধানে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিশপুর থানা ছাত্রলীগের সভাপতি মো. রাশেদুল ইসলাম, সম্মানিত অতিথি ছিলেন কেপিআই এর অধ্যক্ষ প্রকৌশলী অনিমেষ পাল, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রকৌশলী মহিউদ্দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন শাওন, আনন্দ ,রুমান,নিলয়,আকাশ,দীপ সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।