সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
কেপিসিএল এর সামাজিক দায়বদ্ধতা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কেপিসিএল এর সামাজিক দায়বদ্ধতা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সামাজিক দায়বদ্ধতা থেকে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল) এর সিএসআর কর্তৃক গৃহীত সামাজিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কিত মতবিনিময় সভা আজ (শনিবার) সকালে নগরীর কারিতাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথি সিটি মেয়র বলেন, কেপিসিএল এর মতো অন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসলে সমাজের পিছিয়ে পড়া মানুষেরা উপকৃত হবে। তিনি বলেন, সরকার বিদ্যুতের উন্নয়নে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করছে। ১৬ হাজার মেগাওয়াট থেকে আজ ২৬ হাজার মেগাওয়াটে উন্নতি হয়েছে। দেশে বিদ্যুতের কোন ঘাটতি নেই। রামপালে বিদ্যুত পাওয়ার প্লান্ট স্থাপন প্রায় শেষের দিকে। এখান থেকে আগামী বছর ছয়শত মেগাওয়াট বিদ্যুত পাওয়া যাবে। তিনি বলেন, গত দুই বছরে খুলনার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ১৮ শত কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের জন্য তিন শত ৯৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। পরিস্কার পরিচ্ছন্ন নগরী গড়তে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন। মেয়র কেপিসিএল এর এধরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে এর সাথে জড়িত সংশ্লিষ্টরা এগিয়ে আসলে দেশে গরীব অনেকাংশে কমে আসবে।
জুমে যুক্ত ছিলেন খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক আল মামুন এম আতিকুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি ছিলেন বিএমএর সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ডিসিপ্লিনের প্রফেসর ড. দিলীপ কুমার দত্ত, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোঃ আব্দুর রহমান, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, কেপিসিএল এর জেনারেল ম্যানেজার মোঃ রেজাউল আহসান। এতে সভাপতিত্ব করেন বেসরকারি উন্নয়ন সংস্থা পরিবর্তনের সভাপতি প্রফেসর অজান্তা দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুন্দরবন একাডেমির পরিচালক প্রফেসর আনোয়ারুল কাদির। স্বাগত জানান পরিবর্তনের নির্বাহী পরিচালক এম নাজমুল আজম ডেভিড। কেপিসিএল এর সিএসআর প্রকল্পের ওপর ধারণাপত্র উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক শিরিন পারভীন।
সভায় উপকারভোগীরা তাদের বিভিন্ন অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উপকারভোগী, এনজিও প্রতিনিধি, সুশীলসমাজের প্রতিনিধি ও গণমাধ্যমেরকর্মীরা অংশ নেন। খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল) এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা পরিবর্তন এ অনুষ্ঠানের আয়োজন করে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

সোনাডাঙ্গায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ডাবলু গ্রেপ্তার

‘দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে উন্নয়ন সম্ভব নয়’ ধর্ম উপদেষ্টা

দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: গয়েশ্বর চন্দ্র রায়

খুলনায় পুলিশের এডিসি কামরুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা মহানগরে ১০টি স্থানে ভর্তুকিমূল্যে কৃষিপণ্য বিক্রি চলছে

খুলনায় জাপা কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।