খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) আসন্ন নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে সামাজিক সংগঠন আগুয়ান-৭১। এই নির্বাচনে তারা মেয়র, সাধারণ ৩১টি ওয়ার্ড ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডে প্রার্থী দেবে বলে জানিয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান আগুয়ান-৭১-এর সংগঠক মো. আব্দুল্লাহ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন আগুয়ান-৭১-এর সদস্য আবিদ শান্ত, রৌফুন শাম্মী, ইসতিয়াক পিয়াল, সাজ্জাদ হোসেন পিয়াল, মো. সেলিম, মুশফিক আজাদ, ইয়াসিন হাসিব, মো. সানি, হজরত খন্দকার, হাফিজুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তারুণ্যনির্ভর ও রাজনীতি সচেতন এই সামাজিক সংগঠনটির আত্মপ্রকাশ ঘটেছিল ৮ বছর আগে। তাদের একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি হলো—কেবল দাতব্য কর্মকাণ্ডের মাধ্যমে সমাজ বিনির্মাণ সম্ভব নয়। বরং রাজনীতিতে সৎ, যোগ্য, দেশপ্রেমিক নাগরিকরা এগিয়ে আসলে দেশের ঘুনেধরা রাজনীতির ইতিবাচক পরিবর্তন সম্ভব।
সংবাদ সম্মেলনে বলা হয়, দীর্ঘদিন ধরে গতানুগতিক রাজনীতির আদলে পরিচালিত হচ্ছে খুলনা সিটি করপোরেশন। যার জবাবদিহিতা নিশ্চিত হয়নি, জনপ্রতিনিধিদের ইশতেহারের বাস্তবায়ন ঘটেনি, নগরীর মানুষের ভোগান্তি কমেনি। বরং ক্রমশ বেড়েই চলেছে। সর্বোপরি সিটি করপোরেশনে জনগণের অংশীদারিত্ব নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে দায়িত্বরত জনপ্রতিনিধিরা। রাজনীতিশাসিত এই সমাজে দীর্ঘ ৫১ বছরের চলমান নোংরা রাজনীতিকে চ্যালেঞ্জ জানাতে আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করবে আগুয়ান-৭১।ৎ
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, আমরা বিশ্বাস করি, সুষ্ঠু ভোট নিশ্চিত হলে খুলনার জনগণ আগুয়ান-৭১-এর এই তরুণ নেতৃত্বের পক্ষে রায় দেবে।