খুলনা সিটি কর্পোরেশন মেয়রের কার্যালয়ে মেয়র আলহাজ্ব তালুকদার আবদুল খালেকের সাথে প্রান্তিকা জনকল্যাণ সমিতি মতবিনিময় সভা আজ সোমবার অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মেয়র আলহাজ্ব তালুকদার আবদুল খালেক বলেন, খুলনার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক। বর্তমানে ১৮ শত কোটি টাকা ব্যয়ে খুলনা মহানগরীর নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন চলছে। দুই বছর করোনার কারণে উন্নয়নের গতি কিছুটা বিঘ্ন হয়েছে, তবে এখন দ্রুত সম্পন্ন হচ্ছে সকল কাজ। মেয়র নাগরিকদের নগর উন্নয়নে সহায়তা কামনা করেন।
এই সময় বক্তব্য রাখেন সিআইপি আলহাজ্ব আবদুল জব্বার মোল্লা, প্রান্তিকা জনকল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি শেখ দিদারুল আলম ও সাধারণ সম্পাদক আলহাজ্ব রুস্তম আলী হাওলাদার। উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি সাবেক নির্বাহী প্রকৌশলী শেখ আবদুল মান্নান ও আলহাজ্ব শেখ সরোয়ার হোসেন, অর্থ সম্পাদক হাবীবুল্লাহ খান, উপদেষ্টা আবদুল হাই মন্ডল, প্রকৌশলী আজিজুল হক, অধ্যাপক সিরাজুল ইসলাম, আলহাজ্ব আশ্রাফ আলীখান, খাজা হোসেন আহমেদ, নাসিরুদ্দিন আকন্দ, আলহাজ্ব শাহাদাত হোসেন, বাবুল হোসেন হাওলাদার, নাহিদ হাসান, মুনির হোসেন প্রমুখ।