রিয়াল মাদ্রিদ আগামী গ্রীষ্মে কিলিয়ান এমবাপ্পের ৯ নম্বর পজিশনের জন্য আর্লিং হালান্ডকে দলে নেওয়ার পরিকল্পনা করছে। এদিকে সৌদি আরব এখনও ভিনিসিয়ুস জুনিয়রকে দলে নেওয়ার চেষ্টায় আছে।
সৌদি ক্লাবগুলোর প্রভাব এবং টাকার খেলা সাম্প্রতিক বছরে ইউরোপীয় ফুটবলকেও নাড়িয়ে দিয়েছে। এখন তাদের অন্যতম বড় স্বপ্ন ভিনিসিয়ুসকে দলে টানা। জানা গেছে, ভিনিসিয়ুস এর আগে সৌদি আরবের কাছ থেকে পাঁচ বছরে ১ বিলিয়ন ইউরো মূল্যের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
তবে এখানেই শেষ নয়। সাংবাদিক ফ্লোরিয়ান প্লেটেনবার্গ জানিয়েছেন, সৌদি ক্লাবগুলো এখনও ভিনিসিয়ুসকে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই চুক্তিতে রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফি এবং বেতন দেয়ার পরিকল্পনা রয়েছে।
যদি ভিনিসিয়ুস শেষ পর্যন্ত চলে যান, তাহলে রিয়াল মাদ্রিদ নাকি হালান্ডের জন্য পুরো শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে। নরওয়েজিয়ান এই স্ট্রাইকারকে বহুদিন ধরেই পছন্দ করছে মাদ্রিদ কর্তৃপক্ষ। আগে মনে করা হয়েছিল, এমবাপ্পে এবং ভিনিসিয়ুস থাকায় হালান্ডের দরকার পড়বে না। কিন্তু পরিস্থিতি এখন বদলে গেছে।
যদি হালান্ড দলে আসেন, তাহলে এমবাপ্পে তার প্রিয় বাঁ দিকের উইংয়ে খেলতে পারবেন। হালান্ড, এমবাপ্পে আর রদ্রিগোকে নিয়ে এক ভয়ঙ্কর আক্রমণভাগ তৈরি হতে পারে।
তবে হালান্ডকে দলে আনা সহজ হবে না। ২০২৫ সালের শুরুতে তিনি ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন এবং এখন তার চুক্তি ২০৩৪ সাল পর্যন্ত।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নতুন চুক্তিতে কোনো রিলিজ ক্লজ রাখা হয়নি। ফলে রিয়াল মাদ্রিদকে সরাসরি ম্যানচেস্টার সিটির সঙ্গে আলোচনায় যেতে হবে। সিটি তাদের মূল তারকাকে ছাড়তে চাইবে না নিশ্চিতভাবেই। যদি শেষমেশ ছাড়তে সম্মতও হয়, তাহলেও বিশাল অঙ্কের ট্রান্সফার ফি চেয়ে বসতে পারে দলটা।