আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়রা সদর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এসএম বাহারুল ইসলামকে গণসংবর্ধনা দিয়েছেন স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী সহ সাধারণ জনতা। প্রথম ধাপে ইউপি নির্বাচনে কয়রা সদর ইউনিয়নে ২য় বারের মতো নৌকা প্রতিক পেলেন বাহারুল ইসলাম। সোমবার মনোনয়ন বোর্ড থেকে দলীয় প্রতিক পেয়ে মঙ্গলবার (১৬ মার্চ) ১০ টায় কয়রা উপজেলা সীমানায় পৌছালে নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।পরে নেতাকর্মীদের সাথে নিয়ে মোটর সাইকেল শোভাযাত্রা করে সাধারণ মানুষের সাথে মতবিনিময়
করেন। পরে বাহারুল দলীয় কার্যালয়ে পৌছালে সর্বস্তরের মানুষ তাকে ফুলেল শভেচ্ছা জানান। অতঃপর দলীয় নেতাকর্মীরা সংক্ষিপ্ত এক সংবর্ধণা সভার আয়োজন করে এবং উক্ত অনুষ্ঠানে নৌকার মাঝি হিসেবে বাহারুল ইসলাম সকলের কাছে ভুলত্রুটি ক্ষমা চেয়ে ভোট প্রার্থনা করেন। অনুষ্ঠানে তিনি বলেন, জনগনের ভালবাসা ও দোয়ায় আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা আবারও এলাকার উন্নয়ন এবং মানুষের সেবা করার জন্য আমাকে নৌকা প্রতিক উপহার দিয়েছেন। জনগণের কাছে তিনি দায়বদ্ধ ৫ নং কয়রায় মাদকমুক্ত, সন্ত্রাস, ভুমিদস্যুদের কোন স্থান হবে না এ প্রতিশ্রুতি দেন দলীয় প্রার্থী বাহারুল ইসলাস। কয়রা সদর ইউপি নির্বাচনে আমি সবার কাছে দোয়া, ভালবাসা আর সার্বিক সহযোগিতা কামনা করছি।
এ সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত ববক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সুজিত কুমার রায়, কয়রা সদর ইউনিয়নের সভাপতি জিয়াদ আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলসহ স্থানীয় নেতৃবৃন্দ। এর পূর্বে দলীয় প্রার্থীকে ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে বরণ করেন।