কয়রা উপজেলার আমাদী অস্থায়ী পুলিশ ক্যাম্পের নতুন ভবনের উদ্বোধন করেছেন খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ (বিপিএম)। সোমবার বেলা ১১ টায় উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, আমাদী পুলিশ ক্যাম্পটি স্থায়ী করা হবে। তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।
এলাকার সকল মানুষের সহযোগিতা পেলে এটি করা সম্ভব। তিনি আরও বলেন,পুলিশ আন্তরিকতার মধ্যে দিয়ে জনগনের সেবায় কাজ করে যাচ্ছে। মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে যারাই জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা
গ্রহন করা হবে। তাদেরকে কোন প্রকার ছাড় দেওয়া হবেনা। কোন মানুষ যেন মিথ্যা মামলায় হয়রানী না হয় সে ব্যাপারে পুলিশ প্রশাসনকে নিদের্শনা দিয়েছেন তিনি। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেনের সভাপতিত্বে ও স্বাস্থ্য বিভাগের পরিদর্শক শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ সুপার ডি- সার্কেল মোঃ হুমায়ুন কবির, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ইজাজ
শফি, ইউপি চেয়ারম্যান আঃ ছাত্তার পাড়, খান সাহেব কোমরউদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়, কয়রা থানার ওসি তদন্ত এস এম শাহাদাত হোসেন, ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধ আঃ রহমান সানা। এতে আরও বক্তব্য রাখেন আমাদী পুলিশ ক্যাম্পর ইনচার্জ মোঃ ফিরোজ আলম, আওয়ামীলীগ নেতা নিশিত রঞ্জন মিস্ত্রি, নির্মল চন্দ্র দাস, ইউপি সদস্য বিশ্বজিৎ সিনহা প্রমুখ।