কয়রা (খুলনা) প্রতিনিধিঃ কয়রা উপজেলার আইন শৃংখলা কমিটির মাসিক সভা গতকাল রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। এতে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, উপজেল কৃষি অফিসার এস এম মিজান মাহমুদ,ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমির আলী গাইন,বিজয় কুমার সরদার,আঃ ছাত্তার পাড়, মোহাঃ হুমায়ুন কবির, আব্দুল্যাহ আল মামুন লাভলু,আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, জিএম কবি শামছুর রহমান, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা কাজী মাহফুজুল হক, কাশিয়াবাদ স্টেশনের সহকারি স্টেশন কর্মকর্তা আঃ হাকিম প্রমুখ। সভায় সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার ও হরিন শিকারীদের বিরুদ্ধে সার্বক্ষনিক অভিযান অব্যাহত রাখা সহ উপজেলার সার্বিক আইন শৃংখলা বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় কয়রার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি ভাল থাকায় সকলেই সন্তোশ প্রকাশ করেন। পরে একই স্থানে উপজেলার মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। বিভিন্ন দপ্তরের