কয়রা (খুলনা) প্রতিনিধি :: আমরা কন্যা শিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো উন্নত বাংলাদেশ গড়বো এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কন্যা শিশু র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে কয়রায় পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে কয়রা উপজেলা কয়রা উপজেলা পরিষদ চত্তর থেকে একটি একটি র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্তরে এসে শেষ হয়। র্যালী পরবর্তী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ^াসের সভাপতিত্বে ও তথ্য অফিসার ইসকিতা আরফিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, কৃষি অফিসার আছাদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার ও শিশু কন্যা হালিমা খাতুন, তানিয়া প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বক্তব্যে বলেন, কন্য শিশুরাই আগামীতে উন্নত গড়তে ভূমিকা রাখবে। বক্তারা আরও বলেন, বর্তমান সরকার নারী ও কন্যা শিশুবান্ধব সরকার। কন্যা শিশুরা শিশু বিবাহ ও নির্যাতনের শিকার হবে এটা কোনমতেই মেনে নেয়া যায়না। আমরা জানি, শিশুবিবাহ অনেক সমস্যা তৈরি করে। এজন্য সরকারের পাশাপাশি সবাইকে শিশু বিবাহ বন্ধে পদক্ষেপ গ্রহন করতে হবে।