কয়রা (খুলনা) প্রতিনিধি :: কয়রায় প্রবীণ নেতাদের মৃত্যু ছিল উপজেলা আওয়ামীলীগের জন্য বেদনার। গতকাল সন্ধ্যায় শ্রী শ্রী সনাতন ধর্শ মন্দিরে কয়রা উপজেলা আওয়ামীলীগের দীর্ঘ দিনের সাবেক সভাপতি এ্যাডঃ অধীর কৃষ্ণ মন্ডলের ৭ম তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ ও প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু এ কথা বলেন, তিনি আরও বলেন, উপজেলা আ’লীগ সভাপতি এ্যাডঃ অধীর কৃষ্ণ দাদার মৃত্যুর মধ্য দিয়ে ২০১৫ সাল শুরু হয়েছিল আওয়ামীলীগের। বছরের প্রথম মাসে উপজেলা আ’লীগ সভাপতির মৃত্যুর এ মিছিল ছিল ২০১৫ সাল জুড়েই। তিনি ১৯৮৬ সাল থেকে ২০১৫ পর্যন্ত উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। দীর্ঘ ২৮ বছর তিনি উপজেলা আওয়ামীলীগকে সুসংগঠিত করেছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনেকবার তিনি লঞ্চিত হয়েছেন। তিনি যত দিন সুস্থ ছিলেন, তত দিন পর্যন্ত সংগঠনের জন্য কাজ করেছেন। ২০১৫ সালের ২১ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। এভাবে অনেক ত্যাগী নেতাদের পাশাপাশি এ বছরও আওয়ামীলীগ নেতা বিমল বাবু কে হারিয়েছে কয়রা উপজেলা আওয়ামীলীগ, যা ছিল দলটির জন্য বেদনাবিধুর। চরম দূর্দিনে আওয়ামীলীগের পাশে ছিলেন এই সমস্ত প্রবীণ নেতা। যার মধ্যে মরহুম ইনতাজ আলী সরদার, জালাল ঢালী, আঃ রহিম মোড়ল, তৈয়েবুর রহমান (মহুরী), রসুল শিকারী. জামাল সানা প্রমুখ। সাংসাদ বলে এখন কয়রা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের স্থায়ী জায়গা হয়েছে, আমি এই স্থায়ী অফিসে আওয়ামীলীগের মৃত্যু প্রবীণ নেতাদের নাম সহ তাদের জীবনি লিখে চার্ট করে রেখে দেব।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি, আওয়ামীগ নেতা এ্যাডঃ মোশাররফ হোসেন, অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, মাষ্টার খায়রুল আলম, যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, ছাত্রলীগ নেতা জুবায়ের, ইসমাইলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।