কয়রা প্রতিনিধিঃ সরকারি এক প্রভাবশালী কর্মকর্তার শ্যালক প্রভাব কাটিয়ে জোর পূর্বক জমি দখলের চেষ্টা করায় কয়রা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ। সোমবার সকাল ১১ টায় কয়রা প্রেসক্লাবে উপজেলার ঘুগরাকিট গ্রামে জুলফিকার আলী সানা সংবাদ সম্মেলন করে এ ধরনের অভিযোগ করেন। তিনি বলেন, তার দীর্ঘদিনের দখলীয় সম্পত্তি থেকে বঞ্চিত করতে সরকারি কর্মকর্তার শ্যালক তার নামে ১৮ টি মিথ্যা মামলা করে তাকে হয়রানী করছেন। তিনি বলেন, ঘুগরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সাবেক ছাত্র শিবির নেতা শাহিনুর রহমান শাহীন সানা তার দুলাভাই সচিবালয়ে কর্মরত আঃ আহাদের প্রভাব খাটিয়ে আমার জমি দখলের জন্য জোর চেষ্টা করে ব্যর্থ হয়ে আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। তিনি বলেন, ৩ টি খতিয়ানে আমার দখলীয় ৫৩ শতক রেকর্ডিও সম্পত্তি যা আমি দীর্ঘদিন ভোগ দখলে আছি। কিন্তু সরকারি উর্দ্ধতন কর্মকর্তা আঃ আহাদের ফোন পেয়ে স্থানীয় সরকারি প্রশাসন সঠিক কাজ করতে বাঁধাগ্রস্থ হচ্ছে। যে কারনে আমি খুলনা জেলা প্রশাসক সহ উপজেলা প্রশাসনের নিকট একাধিক অভিযোগ করেও সচিবলায়ে দুলাভাইয়ের ফোনের কারনে আমি বার বার মিথ্যা মামলায় হয়রানী হচ্ছি। তিনি বলেন, সাবেক ছাত্র শিবিরের নেতা শাহীন সানা দুলাভাইয়ের দাপটে স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন না করে অধিকাংশ সময় আমার বিরুদ্ধে ১৮ টি মামলার তদবীর করতে উপজেলা সদরে সময় ব্যয় করেন। সে জন্য স্থানীয় জনগন শাহিনুর রহমান শাহীন সানার বিরুদ্ধে বিভিন্ন মহলে অভিযোগ করেও দুলাভাইয়ের সুপারিশে পার পেয়ে গেছে। এক প্রশ্নের জবাবে জুলফিককার সানা সাংবাদিকদের জানান, ছাত্র জীবনে শাহিনুর রহমানের রাজনৈতিক কর্মকান্ড এলাকাবাসী অবগত।
এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ তার দুলাভাইয়ের টেলিফোনের কারনে থেমে যাওয়ায় আমি হয়রানীর শিকার হচ্ছি। তিনি আরও বলেন, এলাকাবাসী স্থানীয় প্রতিষ্ঠান থেকে শাহীনকে বারবার বদলীর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে দুলাভাইয়ের কারনে।
তাই আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের উর্দ্ধতন কতৃপক্ষের নিকট দুলাভাই ও তার শালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জানাচ্ছি।