কয়রা প্রতিনিধিঃ হিন্দু ধর্মের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বিভিন্ন দুর্গাপুজা মন্ডব পরিদর্শন করেছেন খুলনা-৬ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আকতারুজ্জামান বাবু। তিনি
রবিবার দিনভর কয়রা উপজেলার পুজামন্ডব পরিদর্শন করেন ও হিন্দু ধর্মীয় নেতাদের সাথে শারদীয় কুশল বিনিময় করেন এবং পুজায় আইন শৃঙ্খলা বিষয়ে খোঁজ খবর নেন। এসময় সংসদের সাথে ছিলেন, কয়রা উপজেলা
আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, কয়রা সদর ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক এইচ এম হুমায়ুন কবির, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল
হোসেন, কয়রা উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, প্রচার সম্পাদক ও কয়রা প্রেস ক্লাবের সভাপতি এসএম হারুন অর রশিদ, কোষাধাক্য মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, নির্মল চন্দ্র, আঃ সামাদ
গাজী, গনেশ চন্দ্র মন্ডল, যুবলীগ নেতা জহিরুল ইসলাম, মেম্বর লুৎফর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রেজাউল করিম সজিব, সাবেক ছাত্রলীগ নেতা মেসবাহ উদ্দিন মাছুম ও রোকনুজ্জামান কাজল। উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেল,শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, প্রজন্মলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলা আ’লীগ, ছাত্রলীগ,যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ,প্রজন্মলীগসহ অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ। দলীয় সূত্রে জানায় সাংসদ বাবু সকাল ১০ টায় উপজেলার দঃবেদকাশি ইউনিয়নের বিভিন্ন পুজামন্ডব পরিদর্শন শেষে দঃ বেদকাশি ও উত্তর বেদকাশি,
কাশিরহাটখোলা বেঁড়িবাঁধ পরিদর্শন করেন। দুপুরে উত্তর বেদকাশির বড় বাড়ি, হাজত খালী, কাঠমারচর পুজামন্ডব পরিদর্শন করেন। এছাড়া তিনি বিকেলে কয়রা সদর মন্দির, খড়িয়া, মালিখালী, বগা, বাশখালী, আমাদী, চন্ডিপুর, হাতিয়ারডাঙ্গা মন্দির পরিদর্শনকালে হিন্দু ধর্মীয় নেত্রীবৃন্দের সাথে মত বিনিময় করেন।