কয়রা (খুলনা)প্রতিনিধি:: কয়রা উপজেলা সদরে বহুতল ভবনের সরকারি মসজিদের জায়গা পরিদর্শন করলেন খুলনা-০৬ কয়রা- পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু। তিনি সোমবার বিকাল ৩ টায় দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে এ জায়গা পরিদর্শন করেন। পরিদর্শনকালে এমপি বাবু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রসার বাড়াতে ইসলামিক ফাউন্ডেশন গড়ে তুলেছিলেন। বর্তমান ধর্ম নিরপেক্ষ শেখ হাসিনার সরকার মুসলমানদের নামায আদায়ের সুবিধার্তে সারা দেশে ৫৬০ টি বহুতল ভবন বিশিষ্ঠ মডেল মসজিদ নির্মাণ কাজ শুরু করেছেন তারই ধারাবাহিকতায় ১৪ কোটি টাকা ব্যয়ে এ মসজিদ নির্মাণ করা হবে। সাংসদ বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মানের প্রতিশ্রুতি প্রদান করেছিলেন। তারই ধারাবাহিততায় কয়রা উপজেলায় এই মডেল মসজিদ নির্মাণ। জায়গার জটিলতার কারনে নির্মাণ কাজ একটু দেরি হয়েছে। জমি দাতাদের নিয়ে এমপি বাবু সরেজমিনে এসে জায়গার জটিলতা দুর করেন এবং আগামীকাল সরকারি সার্ভেয়ার দিয়ে জায়গা পরিমাপ করে নিশানা করতে বলেন। এ মডেল মসজিদে লাইব্রেরী গবেষণা ও দ্বীনি দাওয়াখানা কার্যক্রম, পবিত্র কোরআন হেফজ, শিশু শিক্ষা, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজ্জযাত্রীদের নিবন্ধন, প্রশিক্ষণ ইত্যাদি ব্যবস্থা থাকবে। সাথে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন ও ইসলামিক ফাউন্ডেশনের অফিস স্থাপন থাকবে। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীগের সভাপতি জিএম মোহসিন রেজা, উপজেলা চেয়ারম্যান এলহাজ্ব এসএম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, এ্যাসিলান্ড নুর-ই-আলম সিদ্দিকী, অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, ঠিকাদার শফিকুল ইসলাম মধু, গণপূর্তি মন্ত্রণালয়ের এক্সচেঞ্জ, মহারাজপুর ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, কয়রা সদর চেয়ারম্যান এইচএম হুমায়ুন কবির, বেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় ধর্মপ্রাণ গন্যমান্য ব্যক্তিবর্গ।