খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনের মধু সংগ্রহকারী মৌয়ালদের নিয়ে সচেতনতা ও সুরক্ষা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে ৬নং কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইনিশিয়েটিভ ফর কোস্টাল ভেডেলপমেন্ট (আইসিডি) আয়োজনে মধু সরবরাহকারী প্রতিষ্ঠান নূর হানী, পিউর হানি, নিখাঁদ মধু ও শতরঞ্জি মধুর সহযোগিতায় এ সুরক্ষা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও আইসিডি’র প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান আশিকের পরিচালনায় অতিথি ছিলেন মধু গবেষক মঈনুল আনোয়ার, কয়রা প্রেসক্লাবের সভাপতি এসএম হারুন অর রশিদ, উপজেলা প্রেস ক্লাবের কোষাধাক্য রিয়াছাদ আলী, নূর হানির স্বত্তাধিকারী মাহবুব বিল্লাহ, পিউর হানির স্বত্তাধিকারী ইঞ্জিঃ মুজাহিদ অপু, নিখাঁদ মধুর স্বত্তাধিকারী শেখ রাতুল আহমেদ ও শতরজ্ঞি মধুর স্বত্তাধিকারী মোঃ মিজানুর রহমান প্রমুখ। ক্যাম্পেইনে সুন্দরবনের কোন ক্ষতি না করে এবং মৌয়ালরা নিরাপদে থেকে স্বাস্থ্যসম্মত উপায়ে বন থেকে যাতে মধু সংগ্রহ করতে পারে সে বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়। মৌচাকে শুধুমাত্র ধোঁয়া ব্যবহার করা, চাক কাটার দা-ছুরি পরিস্কার পরিচ্ছন্ন রাখা, চাক থেকে মধু বের করার সময় হ্যান্ড গ্লোভস ব্যবহার করা, পরিস্কার পাত্রে মধু সংরক্ষণ করা এবং মধুর পাত্র ঢেকের রাখার জন্য মৌয়ালদের পরামর্শ দেয়া হয়। বক্তারা বলেন, পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ বন সুন্দরবন। সুন্দরবনের জীববৈচিত্র্য ও বৈশিষ্ট্যের সাথে যেমন অন্য কোন বন জঙ্গলের মিল পাওয়া যায় না। তেমনি সুন্দরবনে উৎপাদিত মধুরও রয়েছে দেশ বিদেশে সুখ্যাতি। সুন্দরবনের মধু সুস্বাদু ও ওষুধি গুণসম্পন্ন। জানা গেছে, বন বিভাগের পাশ নিয়ে এ বছর ১ এপ্রিল থেকে শুরু করে ১৫ জুন পর্যন্ত মৌয়ালরা সুন্দরবন থেকে মধু সংগ্রহ করবেন।