সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
কয়রায় হঠাৎ ধসে পড়া বেড়িবাঁধের ভাঙন রোধে পাউবোর প্রাথমিক কাজ শুরু | চ্যানেল খুলনা

কয়রায় হঠাৎ ধসে পড়া বেড়িবাঁধের ভাঙন রোধে পাউবোর প্রাথমিক কাজ শুরু

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনার কয়রা উপজেলার ২নং কয়রা স্লুইসগেটের পূর্ব পাশের পাউবোর বেড়িবাঁধ হঠাৎ ধসে ভাঙনের সৃষ্টি হয়েছে। জরুরি ভিত্তিতে সংস্কার করা না হলে ওই স্থানের বেড়িবাঁধ ভেঙে যে কোনো সময় বিস্তির্ণ এলাকা প্লাবিত হতে পারে।
পাউবোর ১৩/১৪-১পোল্ডারের ২নং কয়রা স্লুইসগেটের পূর্ব পাশের ২শ হাত পাউবোর বেড়িবাঁধ হঠাৎ ধসে ভাঙনের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সমাজসেবক আঃ জলিল বলেন, কপোতাক্ষ নদের প্রবল শ্রোতের কারণে হঠাৎ পাউবোর ওই অংশের বেড়িবাঁধে ধস লাগায় ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়েছে। আকস্মিক বেড়িবাঁধ ধসে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। নির্ঘুম রাত কাটায় এলাকাবাসী। কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবিরের তত্ত্বাবধানে বাঁধ রক্ষায় জরুরি ভিত্তিতে প্রাথমিক পর্যায়ে কাজ অব্যাহত রয়েছে।
পাউবো কর্তৃপক্ষ বাঁধ রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহনে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে । যার ফলে পাউবো দ্রুত কাজ শুরু না করলে যে কোনো মুহূর্তে বাঁধভেঙে এলাকা প্লাবিত হয়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছে স্থানীয় অধিবাসী। ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির বলেন, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবুর নির্দেশে কপোতাক্ষ নদের ২নং কয়রা স্লুইসগেটের বেড়িবাঁধের ভাঙন রোধে প্রাথমিকভাবে কাজ করা হয়েছে। জরুরি ভিত্তিতে ভাঙন রোধে পাউবো কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। পাউবোর সাতক্ষীরার উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ নাহিদুল ইসলাম ও আমাদী সেকশন কর্মকর্তা মশিউল আবেদিন বলেন, ভাঙনের জায়গা পরিদর্শন করছেন এবং জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এমনটাই জানালেন। কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ এস এম শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন।

https://channelkhulna.tv/

কৃষি ভাবনা আরও সংবাদ

ডুমুরিয়ায় আগাম আমন ধানের ভালো ফলনে খুশি কৃষক

ফকিরহাটে বিনামুল্যে বীজ ও সার পেল ১২৩০ কৃষক

ডুমুরিয়ায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা/ পূনর্বাসন কর্মসূচীর আওতায় সার বীজ বিতরণ

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সাতক্ষীরা রপ্তানী শিল্প চিংড়িতে পুষ করায় ৫০ হাজার টাকা জরিমানা

রামপালে সুন্দরবনগামী মৎস্যজীবী ও জেলেদের সাথে মতবিনিময় সভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।