কয়রা(খুলনা)প্রতিনিধি :: “সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি, বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কয়রা উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৬ নভেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসের সহকারি পরির্দশক মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব এ্যাডঃ কেরামত আলী,কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির,বিআরডিবির চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন। প্রভাষক বিদেশ রঞ্জন মৃধার পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলী, সুলতানা মিলি,কমলেশ কুমার মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিক,শিক্ষক সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।