কয়রা প্রতিনিধিঃ জমকালো আয়োজনের মধ্য দিয়ে কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নে চৌকুনী কালিকাপুর ফুটবল একাডেমীর উদ্যোগে ৮ দলীয় ফুটবল খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় চৌকুনী কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে চৌকুনী কালিকাপুর ফুটবল একাডেমীর আয়োজনে ফাইনালে অংশ গ্রহন করেন গোবিন্দপুর প্রগতি যুব সংঘ বনাম সি কে ফুটবল একাডেমী। খেলার শুর থেকে সমাপ্তি পর্যন্ত মনোমুগ্ধকর কাউন্টার এটাকিং ফুটবল খেলা প্রদর্শন করে কয়রার ও সাতক্ষীরার খেলোয়াড়রা। তাদের নৈপূর্ণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন হাজার হজার দর্শক। অনুষ্ঠানে অত্র বিদ্যালয় সভাপতি ইব্রাহীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি, মহারাজপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা
জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু। বিশেষ অতিথি ছিলেন, কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিৎ কুমার রায়, প্রভাষক মোক্তার হোসেন, সুন্দরবন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম, ইউপি সদস্য মোস্তফা কামাল, শাহাদাত হোসেন ও আকবর হোসেন, বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসান, প্রধান শিক্ষক শাহাবাজ আলী, আলহাজ্ব দ্বীন মোহাম্মাদ , আঃ গফুর, আলমগীর সহ প্রমুখ। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে যুব সমাজ কে মাদক ছেড়ে খেলাধুলায় ফিরে আসতে আহবান জানান।
টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রথম ১০ মিনিটের মাথায় গোবিন্দপুর প্রগতি যুব সংঘের ১১ নং জার্সি পরিহিত আবু মুসার দারুন শর্টে দলের প্রথম জয়সূচক গোল করেন। খেলার ২০ মিনিটের মাথায় আবারও মুসার দ্বিতীয় গোলে দল দুই গোলে এগিয়ে থাকে। বিরতীর পর ৪০ মিনিটের মাথায় ৮ নং জার্সি পরিহিত রায়হায় গোন্দিপুর প্রগতি যুব সংঘের পক্ষে আরও একটি গোল করেন। খেলার ৫০ মিনিটের মাথায় সি কে ক্লাবের পক্ষে জনি একটি গোল করেন। টুর্ণমেন্টের ৬০ মিনিটের সময়সীমা শেষ হলে গোবিন্দপুর প্রগতি ৩ – ১ গোলে সি কে ফুটবল একাডেমীকে হারিয়ে ২ গোলে চ্যাম্পিয়ান হয়। চ্যাম্পিয়ান দল গোবিন্দপুর প্রগতি যুব সংঘের সভাপতি প্রধান শিক্ষক জিএম আওলাদ হোসেন ও অধিনায়ক হাবিবুল্লার হাতে চ্যাম্পিয়ান ট্রফি ৩২ ইঞ্চি কালার মনিটর ও রানার আপ দলকে ২৪ ইঞ্চি কালার মনিটর তুলে দেন অতিথিবৃন্দ।