সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন | চ্যানেল খুলনা

খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরীতে শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় কেসিসি পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল প্রাঙ্গণে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, খেলাধুলা শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটায়। সে কারণে শিার পাশাপাশি শিশুদের খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে। শিশুদের জাতির ভবিষ্যৎ কর্ণধার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা জরুরী। সরকারও খেলাধুলার সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, দেশের খেলাধুলার উন্নয়ন, শিশু সুরা ও অবহেলিত সুবিধাবঞ্চিত শিশু কিশোর এবং গ্রামীণ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ এর পারস্পারিক সহযোগিতায় প্রাথমিকভাবে দেশের ২৫টি জেলার উপজেলাসমুহে ও ১২টি সিটি কর্পোরেশনে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল ওয়াদুদ ও সংরতি আসনের কাউন্সিলর পারভীন আক্তার। স্বাগত বক্তৃতা করেন জেলা ক্রীড়া অফিসার বখতিয়ার রহমান গাজী। ইউনিসেফ-এর প্রজেক্ট অফিসার ডালিয়া আক্তার, হাজেরা খাতুনসহ স্কুলের শিক, শিকিা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল ও নয়াবাটী হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠের বালিকা শিার্থী এবং নৌবাহিনী মাধ্যমিক বিদ্যালয় ও বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের বালক শিার্থীদের মধ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় ও বি.কে ইউনিয়ন ইনস্টিটিউশনের বালক শিার্থী এবং এসওএস হারম্যান জিমিনার স্কুল ও হাজী মালেক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বালিকা শিার্থীদের মধ্যে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভলিবল প্রতিযোগিতারও শুভ সূচনা করেন। কাউন্সিলর আশফাকুর রহমান কাকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূতের খুবি ক্যাম্পাস পরিদর্শন ও মতবিনিময়

খুবিতে চলমান টার্ম ফাইনাল পরীক্ষার হল পরিদর্শন করলেন উপাচার্য

খুবিতে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুবিতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত

যৌথ শিক্ষা ও গবেষণার লক্ষ্যে খুবির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের এমওইউ স্বাক্ষরিত

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।