নগরীর খালিশপুরস্থ খালিশপুর জুট মিলের(সাবেক পিপলস) এক শ্রমিকের হাজিরা কাটার ঘটনায় মিলের উৎপাদন কর্মকর্তা মোঃ আইনাল হককে শারিরীকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মোঃ জাহিদ মোল্যা, রাসেল মোল্যা ও কাদের মোল্যা নামে তিন শ্রমিককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬ টায় মিলের ১ নং ইউনিটে এ ঘটনা ঘটে। আহত উৎপাদন কর্মকর্তাকে মিলের অন্যান্য কর্মকর্তারা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
মিলের প্রকল্প প্রধান মোঃ শফিকুল ইসলাম জানান, মোঃ আইনাল হক ১ নং ইউনিটের উৎপাদন বিভাগের প্রধান ও উপ-সহকারী ব্যবস্থাপক। বিকেল সাড়ে ৫ টায় তিনি ১ নং ইউনিটের সকল বিভাগে শ্রমিকরা কাজ করছে কিনা দেখতে যান। এ সময় ড্রইং বিভাগের রাসেল মোল্যা নামে ওই শ্রমিক কর্মস্থালে ছিলেন না। এতে আইনাল হক রাসেলের হাজিরা কেটে দেয়ার নির্দেশ দেন। এ সংবাদ পেয়ে ১ নং ইউনিটের ব্যাচিং বিভাগের সরদার জাহিদ মোল্যা, আর এক শ্রমিক কাদের মোল্যা একত্রিত হয়ে আইনাল হকের উপর হামলা করেন। হামলায় তার জামা ছিড়ে ফেলে বুকে ও মাথায় ও পিঠে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হন।
এদিকে সংবাদ পেয়ে খালিশপুর থানার উপ-পরিদর্শক মোঃ শাহ আলম, জাহিদ মোল্যা, রাসেল মোল্যা ও কাদের মোল্যাকে মিলের ভিতর থেকে আটক করে।
এ বিষয়ে খালিশপুর জুট মিলের ব্যবস্থাপক (প্রশাশন) মোস্তফা কামাল বাদী হয়ে খালিশপুর থানায় একটি মামলা দায়ের করেন। আটককৃতদের পরিচয়পত্র বাতিল করা হয়েছে বলে প্রকল্প প্রধান জানান।