আমি নিম্ন স্বাক্ষরকারী মোঃ কামাল হোসেন ব্যাপারী আহবায়ক খালিশপুর থানা আওয়ামী মৎসজীবী লীগ ও ১২ নং ওয়ার্ড আওয়ামী মৎসজীবী লীগের আহবায়ক মোঃ মহসিন হোসেন ও সদস্য সচীব কামরুল ইসলামের নামে গত ০৩/১২/২০২১ তারিখে স্থানীয় দুই একটি প্রত্রিকায় মৎসজীবীলীগের নাম ভাঙ্গিয়ে চাদাবাজী ও ক্ষমতার অপব্যবহার বলে যে সংবাদ প্রকাশিত হয় ও ০৪/১২/২০২১ এ আমাকে ও মোঃ মহসিন, মোঃ কামরুল এর নামে রবিউল হোসেন নামে এক ব্যাক্তি যে জি.ডি.এন্ট্রি করে তা আমার দৃষ্টিগোচর আসে। আমি মোঃ কামাল ব্যাপারী বর্তমানে হাউজিং বাজার দোকান মালিক সমিতি যুগ্ন সাধারন সম্পাদক আগামী ত্রিবার্ষিক সাধারন নির্বাচনে সাধারন সম্পাদক পদে প্রতিদন্দিতা করতে যাচ্ছি। এবং বিভিন্ন্য সামাজিক সংগঠনের সাথে জড়িত আছি। কিছু কুচক্রি মহল আমার জনপ্রিয়তার ইস্যুরী হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ও সামাজিক হেও প্রতিপন্ন্য করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমি এর মিথ্যা ষড়যন্ত্র মুলক কর্মকান্ডের তিব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি । আমার জানা মতে আমি আজও পর্যন্ত কারো গায়ে একটি চড় মারি নি । এবং গত ০৩/১২/২০২১ তারিখে দৈনিক প্রত্রিকায় প্রতিবাদে কার জন্য প্রতিবাদ এবং কিসের জন্য প্রতিবাদ কোন কারনে আমাদের নিয়ে প্রতিবাদ তা আমার বোধ্যগম্য হয় না। এহেন ষড়যন্ত্র মুলক কার্য্যক্রমের কারনে আগামীতে আমি আইনের আশ্রয় নিতে পারি । ও আমার প্রানপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগের নামে অপ-প্রচার স্থানীয় নেত্রিবৃন্দ ও কেন্দ্রিয় মৎসজীবী লীগের দৃষ্টি আকর্ষন করছি।
মোঃ কামাল হোসেন ব্যাপারী
আহবায়ক,আওয়ামী মৎসজীবী লীগ
খালিশপুর থানা, খুলনা মহানগর
মোবাঃ ০১৯৩৫-৬৩৬৯৩৫