নগরীর খালিশপুর গৌতম ক্লিনিক মোড় এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত পরিবার ও তার আশপাশের লকডাউনকৃত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ন আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।
বুধবার বিকালে এসব পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছে দেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ন আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের পক্ষে মহানগর যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবলীগের সদস্য শেখ মহিদুল ইসলাম মিলন, মোঃ রাশেদুল ইসলাম, ১২নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক মাষ্টার হোসাইন সবুজ, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ টিপু সুলতান, ১২নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক সোহেল, তরুণ আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম বুলবুল, যুবলীগ নেতা রামিজ রেজা এবং ছাত্রলীগ নেতা ইমরান অন্যান্য নেতৃবৃন্দ। –খবর বিজ্ঞপ্তি