খুলনা বিএসটিআই এবং খুলনা জেলা প্রশাসনের সমন্বয়ে নগরীর খালিশপুরে সোমবার (৩০ অক্টোরব) একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এ অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উক্ত অভিযানে নগরীর খালিশপুরের মেসার্স নুরজাহান ফুড প্রোডাক্টস নামীয় ব্রেড নামের এই প্রতিষ্ঠানকে মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইন – ২০১৮ এর ৩০ ধারা অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা এর নেতৃত্বে উক্ত ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআই কর্মকর্তা ফিল্ড অফিসার ( সিএম) মোঃ আলী আকবর সোহেল এবং সহযোগিতা করেন ফিল্ড অফিসার (সিএম)মো: শাহানূর হোসেন খান।
বিএসটিআই থেকে জানান হয় জনস্বার্থেৎখুলনা বিএসটিআই’র এ কার্যক্রম অব্যাহত থাকবে।