খালিশপুর থানার ১১ নং ওয়ার্ডে ঈদুল আযহা উপলক্ষে সকল ইমাম, মোয়াজ্জেন, খাদেন, ইজিবাইক চালক, রিকশা চালক, প্রতিবন্ধী ও দুস্থ অসহায় ৫শ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাবেক ছাত্রলীগ নেতা ও ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আবুল কালাম কাজল।
সোমবার (২০শে জুলাই) সকাল ৯টায় খালিশপুর থানার ১১ নং ওয়ার্ডের রাসেল স্মৃতি সংসদ ক্লাবে এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
ঈদ উপহার বিতরণ কালে আবুল কালাম কাজল বলেন, আমার ব্যক্তিগত উদ্যোগে গত রোজার ঈদে ৭শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি। তারই ধারাবাহিকতায় এবার ইমাম, মোয়াজ্জেন, খাদেম, ইজিবাইক চালক, রিকশা চালক, প্রতিবন্ধী ও দুস্থ অসহায় ৫শত পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্ত করার লক্ষ্যে ও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে, বাংলাদেশের উন্নয়নের লক্ষে, এই করোনা ক্লান্তিলগ্নে আমি যেমন এগিয়ে এসেছি আপনারাও এগিয়ে আসুন। অসহায় মানুষের পাশে থাকুন। এবং সকলেই সামাজিক দূরত্ব বজায় রাখবেন। মাক্স পরিধান করবেন, সাবধানে থাকবেন।
এই খাদ্য সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি, এ কে এম সানাউল্লাহ নান্নু ও শুভ উদ্বোধন করেন, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, এছাড়া আরও উপস্থিত ছিলেন ১১ নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, মোসাঃ পারভিন আক্তার কাউন্সিলর সংরক্ষিত আসন ৪, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক সরদার আলী আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম খান, শাহানা পারভীন, মোঃ হুমায়ুন কবির খান, শেখ মোহাম্মদ ইব্রাহিম , মোঃ আব্দুর রাজ্জাক খান, আলম খানসহ আরো অনেকে।