খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ৪ হাজার একশত পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার মহানগর গোয়েন্দা পুলিশ।
রবিবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম নগরীর খালিশপুর থানার হাউজিংয়ের ১৭২ নং রোডে আনোয়ারা ম্যানসনের সামনে পাঁকা রাস্তার উপর হতে খন্দকার সুলতান আহম্মদ’র ছেলে মোঃ ওহিদুল ইসলামকে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য অ্যামফিটামিন যুক্ত ইয়াবা নামক ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে ১ টি চুরি এবং ৪ টি মাদকের মামলাসহ সর্বমোট ৫ টি মামলা রয়েছে।
অপরদিকে রবিবার (৩ সেপ্টেম্বর) রাত্র সাড়ে দশটায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ আরো একটি অভিযান চালিয়ে খালিশপুর থানার নয়াবাটি জারা হাউজ মোড়স্থ ১৭৫ নং রোড হতে মোঃ রুস্তম আলী হাওলাদারদ’র ছেলে মোঃ ইমন হাওলাদার (৩৫)কে এক হাজার একশত পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য অ্যামফিটামিন যুক্ত ইয়াবা নামক ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে ১ টি চুরি এবং ২ টি মাদকের মামলাসহ সর্বমোট ৩ টি মামলা রয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা করে ২ টি মামলা রুজু করা হয়েছে।