গ্রীণফিল্ড ক্রিকেট একাডেমির উদ্যেগে নগরীর খালিশপুরে শুরু হয়েছে ৮ দলীয় একাডেমী কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ। মঙ্গলবার (১৫ জুন) সকাল সাড়ে ৮ টার সময় খালিশপুর ঈদগাহ মাঠে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে দিয়ে এ প্রতিযোগিতা মাঠে গড়ালো। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন দৈনিক সময়ের খবর পত্রিকা-এর সিনিয়র ফটো সাংবাদিক ও উদীয়মান যুব সমাজের সভাপতি মোঃ রবিউল গাজী উজ্জল। উদ্বোধনী ম্যাচে খালিশপুর ক্রিকেট একাডেমি কে ৯০ রানে হারিয়ে জয় পেয়েছে নিরালা ক্রিকেট একাডেমি।
টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় খালিশপুর ক্রিকেট একাডেমি। প্রথমে ব্যাট করতে নেমে ১৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে নিরালা ক্রিকেট একাডেমি। জবাবে ব্যাট করতে নেমে ১২ ওভার শেষে ১০ উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে খালিশপুর ক্রিকেট একাডেমি। ৪ ওভার বল শেষে ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে খেলায় সর্বচ্চো উইকেট নেন নিরালা ক্রিকেট একাডেমির মোঃ ইউনুস। ৪ ওভার বল শেষে ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে খেলায় সর্বচ্চো উইকেট নেন নিরালা ক্রিকেট একাডেমির মোঃ ইউনুস। ৪৭ বল খেলে ৮৭ রান সংগ্রহ করায় নিরালা ক্রিকেট একাডেমির খেলোয়াড় মামুন এর হাতে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক সময়ের খবর পত্রিকা-এর সিনিয়র ফটো সাংবাদিক ও উদীয়মান যুব সমাজের সভাপতি মোঃ রবিউল গাজী উজ্জল। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেট খেলোয়াড় শাহাদাত হোসেন সুজন, আজাহার উল্লাহ আরজু, খালিশপুর ক্রিকেট একাডেমির পরিচালক মোঃ করিম।