সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
খুবি শিক্ষক সমিতি আয়োজিত ইনডোর গেমস্ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ | চ্যানেল খুলনা

খুবি শিক্ষক সমিতি আয়োজিত ইনডোর গেমস্ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত ইনডোর গেমস্ প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬.৩০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।

তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবের অনেক পরিবর্তন আজ লক্ষ্যণীয়। এজন্য আমি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ও শিক্ষক সমিতিকে আন্তরিক ধন্যবাদ জানাই। শিক্ষকরা একাডেমিক কাজের বাইরে খেলাধুলায় অংশগ্রহণ করেন, যাতে তাদের শারীরিক ও মানসিক প্রশান্তি ঘটে। তিনি শিক্ষক সমিতির এ আয়োজন অব্যাহত থাকুক এ প্রত্যাশা করেন। একই সাথে শিক্ষক সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পরে তিনি ৭টি ইভেন্টে বিজয়ী শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর ড. রামেশ্বর দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. লস্কর এরশাদ আলী। আরও বক্তব্য রাখেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. এনামুল কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক শারমিন সুলতানা। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

নতুন নিয়ম, সর্বোচ্চ তিনবার দেওয়া যাবে বিসিএস পরীক্ষা

প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই : নবনিযুক্ত উপাচার্য

খুবিতে ১ কোটি ২১ লাখ টাকা গবেষণা অনুদানের চেক বিতরণ

শিক্ষার্থীদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে একসাথে কাজ করার প্রত্যয়

খুবির উপাচার্য হলেন অধ্যাপক রেজাউল করিম

৬৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কেউ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।