খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘ওরিয়েন্টেশন টু এমএস অফিস’ শীর্ষক দু’দিনব্যাপী এক প্রশিক্ষণের সমাপনী মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আমাদের প্রাত্যহিক কাজে কম্পিউটারের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের পরিবর্তনে আজ সবকিছুই প্রযুক্তিনির্ভর হয়ে পড়েছে। এজন্য যুগের সাথে তাল মিলিয়ে চলতে প্রযুক্তি জ্ঞানে সকলকে দক্ষ হতে হবে। বিশেষ করে কম্পিউটারের অফিস ম্যানেজমেন্ট তথা এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টের কাজ জানতে হবে। তিনি আরও বলেন, প্রশিক্ষণ কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশিক্ষণ নিয়ে এর প্রয়োগ করতে হবে। চর্চা না করলে এই প্রশিক্ষণের কোনো গুরুত্ব থাকবে না। এজন্য সকলকে প্রশিক্ষণলব্ধ জ্ঞানের বিকাশে নিয়মিত এটি চর্চা করতে হবে।
কর্মকর্তা-কর্মচারীদের জন্য দু’দিনব্যাপী এ প্রশিক্ষণ আয়োজনের জন্য উপাচার্য আইকিউএসির পরিচালক, অতিরিক্ত পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। পরে তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম ও প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে অনূভূতি ব্যক্ত করেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের মো. ফজলে রাব্বি। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির সেকশন অফিসার মোস্তফা আল মামুন প্রবাল।
এর আগে দিনব্যাপী প্রশিক্ষণের টেকনিক্যাল সেশনগুলো পরিচালনা করেন আইকিউএসির পরিচালক ও অতিরিক্ত পরিচালকবৃন্দ। সমাপনী দিনের প্রশিক্ষণে মোট ৪০ জন কর্মচারী অংশগ্রহণ করেন।