পবিত্র শব-ই ক্বদর, জুমাতুল বিদা, মে দিবস, পবিত্র ঈদ-উল ফিতর ও বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) উপলক্ষ্যে আগামী ২৯ এপ্রিল ২০২২ খ্রি. থেকে ১৫ মে ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবাসমূহ- যথা: বিদ্যুৎ, পানি, নিরাপত্তা, এস্টেট, মেডিকেল সেন্টার যথারীতি তাদের কার্যক্রম চালু থাকবে। ছুটি শেষে সকল অফিস পূর্বের ন্যায় যথারীতি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চালু থাকবে।
এছাড়া প্রভোস্ট কো-অর্ডিনেশন কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে আগামী ০১ মে থেকে ০৬ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল বন্ধ থাকবে। এ প্রেক্ষিতে হলসমূহের আবাসিক শিক্ষার্থীদের আগামী ৩০ এপ্রিল সকাল ৯টার মধ্যে স্ব স্ব হল ত্যাগ করতে হবে এবং আগামী ০৭ মে তারিখ সকাল ৭টা থেকে শিক্ষার্থীরা পুনরায় হলে প্রবেশ করতে পারবে। উল্লেখ্য, বিদেশি শিক্ষার্থীদের হলে অবস্থানের বিষয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।